• ...
  • ...
  • ...
  • ...
  • ...
মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠান সম্পর্কে :


      রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়, রহমতপুর, বাবুগঞ্জ, বরিশাল 


জেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে একটি পল্লী এলাকাকে আলোকিত করতে তৎকালীন রহমতপুরের বিশিষ্ট শিক্ষাবিদ জমিদার বাবু জোগেন্দ্র নারায়ণ চক্রবর্তী মহাশয় ১৮৯৮ সালে যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তারই নাম "রহমতপুর হাই ইংলিশ স্কুল" যা বর্তমানে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত। বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ২৫.০২.১৮৯৯ ইং তারিখের সিন্ডিকেট সভায় ৪০৬নং আলোচ্য সূচিতে অনুমোদন করা হয়। তৎকালীন সময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও যারা অবদান রেখেছেন তারা হলেন বাবু সারদা চরণ চক্রবর্তী, বানু হীরা লাল চক্রবর্তী, বাবু মতি লাল চক্রবর্তী।

প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বাবু শশী ভূষণ সিংহ, তিনি একটানা দশ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তারপরই তার স্থানে দায়িত্ব ভার গ্রহণ করেন বাবু উমেশ চন্দ্র চক্রবর্তী। তিনি দীর্ঘ ৪২ বছর চাকুরী করেন। এর পরবর্তী সময়ে যে সকল সম্মানিত প্রধান শিক্ষকগণ দায়িত্ব পালন করেছেন তারা হলেন-জনাব বাবু নিকুঞ্জ বিহারী দাস (বি.এ.বি.এড), জনাব এ.এস.এম ইউসুফ (এম.এড), জনাব মো: খলিলুর রহমান। (বি.এ.বি.এড), জনাব হেমায়েত উদ্দিন (বি.এ.বি.এড) জনাব আব্দুল হক (বি.এ.বি.এড), জনাব আব্দুল জব্বার মল্লিক (বি.এ.বি.এড), জনাব মোঃ ইউনুস আলী খান (এম.এ.বি.এড), জনাব বাবু অবিনাশ চন্দ্র রায় (এম.এস.সি-১ম শ্রেণি, বি.এড) ০১/০২/২০১১ খ্রি: হতে কর্মরত আছেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পদে বিভিন্ন সময়ে যে সকল সম্মানিত সভাপতিগণ দায়িত্ব পালন করেছেন-আলহাজ্ব এ্যাডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার, জনাব বদরুল আলম, জনাব বাবু রনজিৎ কুমার সেন, জনাব ইসরত হোসেন কচি তালুকদার, জনাব কামাল হোসেন তালুকদার, জনাব কাজী ইমদাদুল হক দুলাল, জনাব মো: দেলোয়ার হোসেন, জনাব আলহাজ্ব মামুন খান, দাতা সদস্যবৃন্দ, এলাকাবাসী ও প্রতিষ্ঠাকালীন সকল বিদ্যোৎসাহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।