বেতন ও ফি পরিশোধ
০১। বেতন (জরিমানা ব্যতিত) প্রতি মাসের ০৫ ও ১০ তারিখ পরিশোধ করতে হবে। উক্ত দিবসের যে কোন দিন ছুটি বা সরকারি বন্ধ হলে পরবর্তী দিনে বেতন পরিশোধ করা যাবে। অন্যথায় ১০ টাকা হারে প্রতি মাসে জরিমানা দিতে হবে।
০২। পরীক্ষার ফি পরিশোধ করে অন্ততঃ ৩ দিন পূর্বে প্রবেশপথ গ্রহণ করা আবশ্যক।
০৩। সাময়িক পরীক্ষা ও চলতি মূল্যায়নে অংশগ্রহণ না করলে প্রতিপত্রে ২৫ টাকা জরিমানা দিতে হবে।
০৪। অনুষ্ঠানের চাঁদা ধার্য সাপেক্ষে মেন্টর/ শ্রেণি শিক্ষকদের মাধ্যমে পরিশোধ করা বাঞ্ছনীয়।
০৫। যে কোন প্রকার অসমর্থতার জন্য প্রধান শিক্ষক সাহেবের নিকট যথাসময়ে লিখিতভাবে জানাতে হবে।